ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পানছড়িতে বিদেশি সিগারেটসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
পানছড়িতে বিদেশি সিগারেটসহ আটক ১

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে বিদেশি সিগারেটসহ প্রিয়তম চাকমা (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে পানছড়ির কলোনীপাড়া এলাকা সংলগ্ন খাগড়াছড়ি-পানছড়ি সড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে সীমান্ত দিয়ে আসা ১ হাজার ২০০ প্যাকেট বিদেশি সিগারেট ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

আটক প্রিয়তম চাকমা জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের রনধীর চাকমার ছেলে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনগত গভীর রাতে পানছড়ির কলোনীপাড়া এলাকা সংলগ্ন খাগড়াছড়ি-পানছড়ি সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি অটোরিকশায় তল্লাশি করে ১ হাজার ২০০ প্যাকেট বিদেশি সিগারেট পাওয়া যায়। যার বাজার মূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, সীমান্ত চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে আমরা কাজ করে যাচ্ছি। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।