ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়পুরায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ৩ যাত্রী  নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
রায়পুরায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ৩ যাত্রী  নিহত

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা ও একাট অজ্ঞাত গাড়ির মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন।

 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে  বিষয়টি  নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।  তিনি হলেন বেলাব উপজোর চরউজিলাব ইউনিয়নের ধুকুন্দী এলাকার মকবুল হোসেনের ছেলে রানা মিয়া (১৮)।  

ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, রায়পুরার মরজাল থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি ভিটি মরজাল যাচ্ছিল। সিএনজিটি ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল শিমুলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ওই সময় ঘটনাস্থলেই এক নারীসহ সিএনজিতে থাকা তিন যাত্রী মারা যায়। আহত হন আরও ২ জন।  

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।  খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে তিন জন মারা গেছেন। কি গাড়ির সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়েছে আমরা নিশ্চিত হতে পারিনি। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে বাকিদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।