ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ২০ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
ভৈরবে ২০ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।  

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভৈরব উপজেলা সদরের জামে মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে উপজেলার ভৈরবপুর দক্ষিণ পাড়া বেপারি বাড়ির বিজন মিয়ার লোকজনের সঙ্গে ব্রাদার্স শপিং সেন্টারের মালিক জাহিদুল হক জাবেদের লোকজনের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে ভৈরব উপজেলা সদরের জামে মসজিদ রোড এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ ব্রাদার্স শপিং সেন্টারে বিজন মিয়ার লোকজন হামলা চালান। এসময় হামলাকারীরা প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠানের শাটার কুপিয়ে, ভাঙচুর করেন ও লুটপাট করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সুষ্ঠু বিচার দাবি করেছেন।  

ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।