ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফের ভূমিকম্পে কাঁপল সিলেট 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
ফের ভূমিকম্পে কাঁপল সিলেট 

সিলেট: ১২ দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থলে ৪ দশমিক ৯ মাত্রায় ভূমিকম্প হয়েছে, এমনটি জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।  

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল ৪টা ১৮ মিনিট ৩১ সেকেন্ডে সিলেটে ৪ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২৬৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ভারতের আসামের কাছাড়ে।  

ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত লোকজন বাসাবাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে নগরের বাসিন্দাদের অনেকে জানিয়েছেন, ভূমিকম্প হলেও তাদের অনেকে টের পাননি।  

এর আগে গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটের দিকে সিলেটে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়।  

এরও আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্পে কেঁপে ওঠেছিল সিলেট। ফের মৃদু ভূমিকম্পে এ অঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক বেড়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।