ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ৪ কেজি গাঁজাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
মেহেরপুরে ৪ কেজি গাঁজাসহ কারবারি আটক সেলিম সর্দার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গ্রাম থেকে ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ সেলিম সর্দার (৩৮) নামে এক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক ও একটি মোবাইল জব্দ করা হয়েছে।  

আটক সেলিম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিপলবাড়িয়া গ্রামের লুৎফর সর্দারের ছেলে।  

র‌্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক সেলিমের নামে মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।