ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘরের ভেতরে মিলল সাবেক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
ঘরের ভেতরে মিলল সাবেক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড় পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আতাউল করিম শিবলীর (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রামগড়ের তৈচালাপাড়া এলাকার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শিবলী ওই এলাকার নুর করিমের ছেলে।

জানা যায়, ঢাকায় অবস্থানরত শিবলীর স্ত্রী ফোন কলে স্বামীকে না পেয়ে স্থানীয় আত্মীয়দের জানান। পরে তারা শিবলীর জানালার ফাঁক দিকে ঘরের ভেতরে শিবলীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘরের দরজা ভেঙে সিলিংয়ের সঙ্গে বাঁধা রশিতে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ফখরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় শিবলীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।