ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ওষুধ কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
ধামরাইয়ে ওষুধ কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে একটি ওষুধ তৈরির কারখানার নতুন ভবন নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) রাতে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার একমি ল্যাবরেটরিজ নামে ওষুধ কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা সদর থানার রেফায়েতপুর নারিকেলতলা গ্রামের জহিরুল ইসলামের ছেলে মোমিন (৩৫) ও গাইবান্ধা সদর থানার তওলাশের ছেলে সালাম (৩৮)। তারা ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এ বিষয়ে একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃপক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ধামরাই মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, ওষুধ তৈরির কারখানার অভ্যন্তরে নতুন ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় মাটির নিচে থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে মোমিন ও সালাম নামে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ দুইটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর কাজ চলছে। এ ঘটনায় আইনি সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
এসএফ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।