ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
শ্যামনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে ডুবে ফয়জুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শ্যামনগর পৌরসভার সোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফয়জুল্লাহ ওই গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু ফয়জুল্লাহ বাড়ির উঠানে খেলা করছিল। তার মা রান্না ও বাবা পার্শ্ববর্তী মাছের ঘেরে মাছ ধরছিলেন। দাদা বাড়ির আঙিনায় ঘেরা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় সবার অগোচরে সে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে ছেলেকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তার মা। পরে শিশুটিকে তারা পুকুরে ভাসতে দেখেন।

এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ডা. মিলন হোসেন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।