ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে’

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
‘উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে’

নবাবগঞ্জ (ঢাকা): প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, দেশের উন্নয়নের ধারা চলমান রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান শিক্ষকদের উদ্দেশে বলেন, দেশের উন্নয়নে আপনাদেরও অগ্রণী ভূমিকা রয়েছে। আপনারা অক্লান্ত পরিশ্রম করে শিশুদের মানুষ করছেন তাই আপনারাই  হচ্ছেন মানুষ গড়ার প্রথম কারিগর। সরকার শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করেছেন। দেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইলো।  

এ সভায় সভাপতিত্ব করেন নবাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন।  

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

এ সময় উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, দোহার সার্কেল এএসপি আশলাফুল আলম, নবাবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা  ও রাজনৈতিক নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।