ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

২ হাজার ৮৪৫ পিস টাপেন্টাডলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
২ হাজার ৮৪৫ পিস টাপেন্টাডলসহ আটক ২

ঢাকা: গাজীপুরের জয়দেবপুরের মির্জাপুর বাজার এলাকা থেকে মাদকদ্রব্য হিসেবে ঘোষিত টাপেন্টাডলসহ দুজনকে আটক করেছে র‍্যাব। তাদের দাবি আটকরা মাদক কারবারি।

 

আটকরা হলেন- মো. সোলাইমান (৪৫) ও শ্রী নিবাস চন্দ্র (২২)। অভিযানে তাদের কাছ থেকে দুই হাজার ৮৪৫ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়।

সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের জয়দেবপুর থানাধীন মির্জাপুর বাজার এলাকায় হাসান ফার্মেসি নামে এক দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।  

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে। উদ্ধার মাদকদ্রব্য ও গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।