ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঘরে লুকিয়ে থেকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
ঘরে লুকিয়ে থেকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. শরীফ উদ্দিন হৃদয় (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (২০ আগস্ট) বিকেলের দিকে গ্রেপ্তার আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এরআগে, গত শুক্রবার রাতে উপজেলার চর হাজারী গ্রামে এ ঘটনা ঘটে।   

গ্রেপ্তার মো. শরীফ উদ্দিন হৃদয় উপজেলার চর হাজারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে।
 
ভুক্তভোগী ও মামলা সূত্র জানায় , গত ১৮ আগস্ট রাতে প্রাকৃতিক কাজে ঘর থেকে একা বের হন গৃহবধূ (২৭)। ওই সুযোগে হৃদয় ঘরে ঢুকে লুকিয়ে থাকে। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে গৃহবধূর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যায়।  

যুবক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।  

তিনি বলেন, শনিবার বিকেলে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার করে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, আগস্ট ২০,২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।