ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

১২ দিন পরে থানচিতে বিদ্যুৎ সরবরাহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
১২ দিন পরে থানচিতে বিদ্যুৎ সরবরাহ 

বান্দরবান: দীর্ঘ ১২ দিন পরে বান্দরবানের থানচিতে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসে বান্দরবানে পাঁচ দিন টানা ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির কারণে বান্দরবান-থানচি সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে বিভিন্ন পয়েন্টে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে, আর এর ফলে থানচির সঙ্গে জেলা শহরের সড়ক ব্যবস্থা ভেঙে পড়ে। একই সঙ্গে থানচি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

থানচি বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক থানচি উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো জানান, দীর্ঘদিন পরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে থানচিবাসী বিদ্যুৎ পেয়েছে। টানা পাঁচ দিন বিদ্যুৎ না থাকায় সাধারণ জনগণ অনেক কষ্ট ভোগ করেছে।

বিদ্যুৎ বিতরণ বিভাগ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম জানান, বন্যা ও পাহাড় ধসে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে থানচি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা রাতদিন পরিশ্রমের ফলে ১২দিন পর  আজ শনিবার থানচিতে বিদ্যুৎ সংযোগ সচল হয়েছে। আগামী কয়েকদিনের মধ্য রুমা উপজেলায়ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নির্বাহী প্রকৌশলী।  

তিনি আরও জানান, এবারের বন্যা আর অতিবৃষ্টিতে বান্দরবানে বিদ্যুৎখাতে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।