ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ক্র্যাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
ক্র্যাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ 

ঢাকা: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটি (২০২৫) দায়িত্ব গ্রহণ করেছে।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীতে ক্র্যাব মিলনায়তনে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সদ্যবিদায়ী (২০২৪) কমিটি আনুষ্ঠানিকভাবে নতুন কমিটিকে (২০২৫) ফুল দিয়ে বরণ করে নেয়।

 

শুভেচ্ছা বক্তব্য দেন নতুন কমিটির সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্।

বিদায়ী কমিটির সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নতুন কমিটির সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।  
 
বিদায়ী কমিটির প্রশংসা এবং নতুন কমিটির সাফল্য কামনা করে বক্তব্য দেন ক্র্যাবের সাবেক সভাপতি এস এম আবুল হোসেন, মধুসূদন মন্ডল, আবুল খায়ের, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও ক্র্যাবের সাবেক সভাপতি আবু সালেহ আকন, সিনিয়র সদস্য বেলায়েত হোসেন, পেট্রিক ডি কস্তা, ইকরামুল কবির টিপু, দীপক চৌধুরী, আইয়ুব আনসারী, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ক্র্যাবের সৌহার্দ্য ও সংহতির উজ্জল ঐতিহ্য ধরে রেখে উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে অতীতের মতো নতুন কমিটি কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার স্বার্থে জুনিয়র ও সিনিয়র সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির সহ-সভাপতি শাহীন আব্দুল বারী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক দিপন দেওয়ান, অর্থ সম্পাদক হররাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজী, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, আইন ও কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, নির্বাহী সদস্য আলী আজম, দাউদ খান।  

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, নির্বাহী সদস্য জিয়া খান, ইমরান রহমান, মোহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।