ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ১৪ কেজি গাঁজাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
বগুড়ায় ১৪ কেজি গাঁজাসহ আটক ৪

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

আটকরা হলেন- লালমনিরহাট জেলার সদর উপজেলার সিঁন্দুরিয়া দক্ষিণ মণ্ডলপাড়া এলাকার বক্তার আলীর ছেলে এরশাদ আলী (৪০) ও খন্ডিকারপাড়া এলাকার মোকলেছুর রহমানের ছেলে আলমগীর হোসেন (৪০), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি এলাকার আলিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৫) ও আফসার উদ্দিনের ছেলে আতিকুর রহমান (২৫)।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ আগস্ট) রাতে সদর উপজেলার মহাস্থান টু পীরগাছা রোডের সাতশিমুলিয়া কালি মন্দির এলাকায় চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে তল্লাশিকালে একটি পিকআপ থেকে গাঁজাসহ ওই চারজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে গাঁজার বড় বড় চালান বগুড়ার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
কেইউএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ