ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রয়াত সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বির স্মরণে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
প্রয়াত সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বির স্মরণে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রয়াত সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বির স্মরণে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সেখানে প্রায় ৭-৮ হাজার দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন এবং পরে সাবেক ডেপুটি স্পিকারের জন্য দোয়া কামনা করেন।

এ সময় সেখানে প্রধান অতিথি ছিলেন, সাবেক ডেপুটি স্পিকারের মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী এবং বিশেষ অতিথি ছিলেন ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আনছার আলী। এছাড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ এবং এতে সভাপতিত্ব করেন ফুলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মণ্ডল।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ