ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাঈদীর মৃত্যু: ফেনীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
সাঈদীর মৃত্যু: ফেনীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

ফেনী: মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু ঘিরে ফেনীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, সাঈদীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়, সেজন্য শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো শহরে পুলিশের একাধিক টিম টহলে রয়েছে।  

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলাওয়ার হোসাইন সাঈদী শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সাঈদীর মৃত্যুতে রাজধানী ঢাকাসহ চট্টগ্রামেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এসএইচডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।