ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডিমের দাম নিয়ন্ত্রণে রাজধানীর আড়তে র‍্যাবের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
ডিমের দাম নিয়ন্ত্রণে রাজধানীর আড়তে র‍্যাবের অভিযান

ঢাকা: ডিমের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে রাজধানীর একাধিক আড়তে অভিযান চালাচ্ছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১৪ আগস্ট) সকাল থেকে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকার ডিমের আড়তে এ অভিযান চালানো হচ্ছে।

র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।  

তিনি বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিমের আড়তে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।