ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
আড়াইহাজারে ফেনসিডিলসহ আটক ২ আটক ২ মাদক কারবারি

নারায়ণগঞ্জ: নারাণগঞ্জের আড়াইহাজারে দুই নারী মাদক কারবারিকে আটক করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ।

শনিবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার মানিকপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছে থাকা মাছ রাখার ব্যাগ তল্লাশি করে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে আড়াইহাজার থানায় মামলা হয়েছে।

আটকরা হলেন- রাসিদা বেগম (৫৫)। তিনি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পশ্চিম রেসকোর্স জয়দল মিয়া বাড়ির ভাড়াটিয়া মৃত সোনা মিয়ার মেয়ে। অপরজন হলো নাসিমা আক্তার (৩৫)। তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানার মইশাল ভূইয়াপাড়া এলাকার রেশমত আলী মেয়ে।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক খান জানান, শনিবার (১২ আগস্ট) বিকেলে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।