ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নিষ্পত্তি হওয়া ৩৪ মামলার আলামত ধ্বংস

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
নিষ্পত্তি হওয়া ৩৪ মামলার আলামত ধ্বংস

মৌলভীবাজার: মৌলভীবাজারে আদালতে নিষ্পত্তি হওয়া ৩৪টি মামলার আলামত ধ্বংস করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। বুধবার (৯ আগস্ট) বিকেলে মৌলভীবাজার জজ কোর্ট চত্বরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিভিন্ন মামলায় জব্দ ও উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হয়।

ধ্বংস করা আলামতের মধ্যে মোট ৫৭৬ পিস ইয়াবা, ৪ কেজি ৮৪০ গ্রাম গাঁজা, ১০৩ লিটার চোলাই মদ এবং বিভিন্ন নকল কসমেটিকস পণ্য ছিল। এ ছাড়া, আদালতের আদেশে ৩ লাখ ৫৪ হাজার ২০০ টাকা, একটি ওয়েব ক্যামেরা ও ৯টি শাড়ি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।  

আদালতের আদেশে ২ লাখ ১৯ হাজার ৫১০ ভারতীয় রূপিসহ ৫ হাজার ৫০০ জাল টাকার নোট বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখায় জমা দেওয়া হয়। ৩ হাজার ৩৯০ ডলার এবং জুয়া মামলার আলামতসহ মোট ৩ লাখ ৫৭ হাজার ৪৭০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।  

আদালতের আদেশে একটি ভারতীয় এয়ারগান, একটি ম্যাগাজিনসহ পিস্তল, বিস্ফোরিত বোমার অংশবিশেষ, একটি পিস্তলের ম্যাগাজিন, ৬২টি বিস্ফোরিত বোমার ধাতব বল, ৩৫০টি গুলির খোসা, টিয়ার শেলের ৮টি খোসা মৌলভীবাজার পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেওয়া হয়।  

এ সময় মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা বিভাগ) জগলুল হক, কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইউনুস মিয়াসহ কোর্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইউনুস মিয়া জানান, বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়ার পর আদালতের নির্দেশে মামলার আলামতগুলো ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
বিবিবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।