ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় জি কে খালের পানির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
মাগুরায় জি কে খালের পানির দাবিতে মানববন্ধন

মাগুরা: গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় শ্রীপুর উপজেলার খালগুলোতে পানি সরবরাহের দাবিতে’ পানি দাও, কৃষক বাঁচাও’ স্লোগানকে সামনে নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ আগস্ট) শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কংগ্রেস, শ্রীপুর থানা শাখার আহ্বায়ক মো. আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।  

এসময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন কংগ্রেসের মাগুরা জেলা সমন্বয়কারী মো. সালমান খান, শ্রীপুর থানার শাখার সাংগঠনিক সম্পাদক, বদিয়ার রহমান সাগর, গয়েশপুর ইউপি সভাপতি মিরাজুল শেখ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শেখ, আমলসার ইউপি সভাপতি নাসিম মণ্ডল, আমলসার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সহ-সভাপতি ইসলাম আলী শেখ প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩

আরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।