ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নীলফামারী : নীলফামারীর কিশোরগঞ্জে ইয়াবাসহ লিটন মিয়া (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে গ্রেপ্তার।  

শনিবার (৫ আগস্ট) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে আটক করা হয়।

পরে গ্রেপ্তার দেখানো হয়।  লিটন উপজেলার নিতাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি উপজেলার পানিয়ালপুকুর চামশাপাড়ার ইব্রাহিম মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লিটন মিয়াকে আটক করা হয়। এ সময় তার মোটরসাইকেলের সিটের নিচে তল্লাশি চালিয়ে ৩০টি ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লিটনকে আটক করা হয়েছে। রোববার (৬ আগস্ট) মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।