ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে আইসক্রিম তৈরির কারখানাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
নীলফামারীতে আইসক্রিম তৈরির কারখানাকে জরিমানা

নীলফামারী: নীলফামারীতে রঙ, কেমিক্যাল, রোবট, ব্যবহার করে আইসক্রিম তৈরি কারার দায়ে কারখানাকে  ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৬ আগস্ট) দুপুরে ‘সোনার বাংলা আইসক্রিম’ ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আগামী সাত দিনের জন্য প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।  

এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোরসালিন ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন রঙ, বিষাক্ত কেমিক্যাল, রোবট, স্যাকারিন ব্যবহার করে আইসক্রিম তৈরি হয় এখানে। এছাড়াও প্রস্তুত হতো কোমল পানীয় যেখানে বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয়র মোড়ক ব্যবহার করা হতো।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।