ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১ ফাইল ফটো

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের  মজলিশপুর এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন।

শনিবার (৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি কুড়িগ্রামের রাজারহাট থানার সিনাইহাট এলাকার পাশান মোল্লার ছেলে আসাম উদ্দিন (৬৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মজলিশপুর এলাকায় নৌকা নিয়ে আসাম উদ্দিনসহ দুইজন মাছ ধরতে যায়। এক পর্যায়ে তাদের নৌকাটি মজলিশপুর ব্রিজের পাশে পৌঁছালে এলাকাবাসী তাদের ডাকাত সন্দেহ করে ইট পাটকেল ছুড়তে থাকে। এ সময় এলাকাবাসী স্টিলের তৈরি আরেকটি নৌকা দিয়ে তাদের নৌকায় ওপর উঠিয়ে ধাক্কা দেয়। পরে এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। ওই সময় ঘটনাস্থলে আসাম উদ্দিন মারা যায়। পরে তার সঙ্গে আসা অন্য ব্যক্তি দূরে গিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, দুই ব্যক্তি নৌকা নিয়ে মাছ ধরতে যায় মজলিশপুর এলাকায়। এ সময় এলাকাবাসী তাদের ডাকাত সন্দেহ করে ইট পাটকেল ছুড়ে ও গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৯, আগস্ট ৬, ২০২৩।
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।