ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘বাংলাদেশে ইসলামের খেদমতে সর্বপ্রথম ভূমিকা রাখেন বঙ্গবন্ধু’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
‘বাংলাদেশে ইসলামের খেদমতে সর্বপ্রথম ভূমিকা রাখেন বঙ্গবন্ধু’

ফরিদপুর: কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান দোলন বলেছেন, ‘বাংলাদেশে ইসলামের খেদমতে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ’

শুক্রবার (৪ আগস্ট) ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলার কামারখালী বাজার জামে মসজিদে জুমার নামাজের আগ মুহূর্তে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

নামাজ শেষে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আরিফুর রহমান দোলন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুসলমানদের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে সুবিশাল মাঠ বঙ্গবন্ধুই বরাদ্দ করেন। বাংলাদেশে তাবলিগ জামাতের যে মূল কেন্দ্র কাকরাইল মসজিদ সেটিও বঙ্গবন্ধুর অবদান। ’

কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান দোলন বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের বিভিন্ন উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক উন্নয়নের দিকেও নজর দিয়েছেন। পিতার দেখানো পথ ধরে তিনি জাতিগত সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছেন। এ কারণেই দেশের প্রতিটি উপজেলায় মুসলমানদের ইবাদতের জন্য মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। ’

দোলন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে। তাই আগামীতেও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার পাশে থাকতে হবে। ’

এসময় জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান হাবীব হাসান শিকদার, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টার্গেট চৌধুরী, কামারখালী বাজার জামে মসজিদ কমিটির সভাপতি রমিজ উদ্দিন মিয়া, কামারখালী বাজার বনিক সমিতির সভাপতি গোলাম রসূল, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন সাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রেজাউল করিমসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে গণসংযোগ করেন আরিফুর রহমান দোলন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।