ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণ করে আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
ধর্ষণ করে আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নূর আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।

এর আগে ফতুল্লা মডেল থানাধীন দেওভোগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নূর আলমকে গ্রেপ্তার করা হয়।  

র‍্যাব জানায়, নূর আলম ও তার সহযোগীরা মিলে ভিকটিমকে অপহরণ করে ধর্ষণ করে নিজেরা আত্মগোপন করে পলাতক থাকে। আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফতুল্লার কাশিপুরের আসাদ মিয়ার ছেলে নুরকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।