ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভিকনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে প্রায় ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আক্কেলপুর থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভিকনী এলাকার একটি খাদে পড়ে যায়। এতে বাসের মধ্যে থাকা শিশুসহ প্রায় ২৫ যাত্রী আহত হন।

এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরে খবব পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ পরিচালনা করে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।