ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আমিনবাজারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
আমিনবাজারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন 

সাভার (ঢাকা): রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিনবাজারে বিএনপি ও যুবলীগের অবস্থান কর্মসূচি থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।  

শনিবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী লেনে আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে পুলিশের এই উপস্থিতি দেখা গেছে।

 

২০ জন করে সাত প্লাটুন পুলিশ সদস্য রয়েছে। এছাড়া এপিসি বুলেট প্রুফ একটি সাদা রঙের সাঁজোয়া যান দাঁড়িয়ে রয়েছে। তবে দুই দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।  

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহ বাংলানিউজকে বলেন, আমরা সব বিষয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে সার্বক্ষণিক তৎপর রয়েছি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।  

বাংলাদেশ সময়:০৯২৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
এসএফ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।