ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
দিনাজপুরে নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলায় কৃষ্ণ কান্ত রায় ওরফে জোনাকু (৬৫) নামে এক নৈশপ্রহরীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) সকালে উপজেলার ভদ্রকালী বাজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত কৃষ্ণ কান্ত রায় বিরল উপজেলার রাজারামপুর চেয়ারম্যানপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বাজারের নিরাপত্তার জন্য কৃষ্ণসহ দুজন নৈশপ্রহরী কাজ করতেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে দুই নৈশপ্রহরী বাজারের দুই দিকে দায়িত্ব পালন করতে চলে যান। শুক্রবার সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে গিয়ে কৃষ্ণ কান্তের গলা কাটা মরদেহ দেখতে পান।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

হত্যাকারী যে বা যারাই হোক, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।