ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
শরীয়তপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়

শরীয়তপুর: শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ।  

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় নবাগত জেলা প্রশাসক (ডিসি) ধৈর্য সহকারে জেলার বিভিন্ন সম্ভাবনা ও সমস্যার বিষয়ে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।  

এছাড়া জেলার উন্নয়ন কাজে ও সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ডিসি।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।