ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ডাইং কারখানায় আগুন, ২০ জন হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
ফতুল্লায় ডাইং কারখানায় আগুন, ২০ জন হাসপাতালে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প এলাকায় ফকির অ্যাপারেলসের ডাইং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় এবং পড়ে গিয়ে অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।

আহতদের ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় শহরের ভিক্টোরিয়া হাসপাতালে আহতদের ভর্তি করা হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাসান বিপুল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২০ জন এখানে এসেছেন। তারা চিকিৎসাধীন আছেন।

সোমবার সাড়ে সকাল ১০টার দিকে ফকির অ্যাপারেলসের ডাইং বিভাগে ব্রাশ মেশিনে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে বিসিকের ফায়ার সার্ভিসের সাথে হাজিগঞ্জ ও কিল্লারপুর এলাকার ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিযন্ত্রণে আনে।

আগুন লাগার পর কারখানা থেকে বের হতে গিয়ে ধোঁয়ায় ও পড়ে গিয়ে অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হন। আহতদের মধ্যে অধিকাংশকে কারখানায় চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, আমরা সেখানে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কিছু শ্রমিক দৌড়ে বের হতে গিয়ে আহত হয়েছেন আবার কয়েজন ধোঁয়ায় আহত হয়েছেন। তবে বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি। সেখানে যাবার পথে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের একজন কর্মী নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।