ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মেরুল বাড্ডায় মালবাহী ট্রাক নষ্ট, তীব্র যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
মেরুল বাড্ডায় মালবাহী ট্রাক নষ্ট, তীব্র যানজট

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় একটা মালবাহী ট্রাক নষ্ট হয়েছে, রাস্তা ব্লক হয়ে আছে। এক লেনে যাতায়াত করছে যানবাহন।

গুলিস্তানমুখী পথে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সকাল পৌনে ৮ থেকে মেরুল বাড্ডা এলাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী ও সাধারণ মানুষের যাতায়াতে পড়তে হচ্ছে ভোগান্তিতে।

প্রত্যক্ষদর্শী ইসমাইল হোসেন জানান, সকাল থেকেই বাড্ডা রোডে গুলিস্তানমুখী সড়কে সৃষ্টি হয়েছে যানজট।  

অফিসের দিকে আসা মোটরসাইকেল আরোহী সাঈদ আল হাসান শিমুল বলেন, প্রগতি সরণি একেবারে অচল। ধীরগতিতে গাড়ি সামনের দিকে এগুচ্ছে। গুগল ম্যাপ বলছে বাড্ডার জট কুড়িল বিশ্বরোডে গিয়ে ঠেকেছে।  

পাঠাও সার্ভিস ব্যবহারকারী সুমন আহমেদ বলেন, সময় মতো অফিসে পৌঁছানোর জন্য পাঠাও কল করেছিলাম। লাভ কি হলো! গত ৩০ মিনিট ধরে একই জায়গায় পড়ে আছি। ৯টার অফিস ১০টাতেও পৌঁছানো সম্ভব নয় এখন।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এমএমআই/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।