ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় প্রাইভেটকার-পিকআপভ্যান সংঘর্ষ, আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
ভাঙ্গায় প্রাইভেটকার-পিকআপভ্যান সংঘর্ষ, আহত ৮

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় প্রাইভেটকারের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আটজন যাত্রী আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে উপজেলার মালিগ্রামে এক্সপ্রেসওয়েতে এ সড়ক দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলেন- বরিশালের মুলাদী থানার চরসাহেব রামপুর এলাকার নুরু সরদারের ছেলে বিল্লাল সরদার (২৫), তার স্ত্রী লিজা আক্তার (২০), বিল্লালের ছেলে আশরাফুল (৩), একই গ্রামের কাদের মোল্লার ছেলে আব্দুল্লাহ মোল্লা (৩০) এবং একই থানার সেলিমপুর এলাকার আলাউদ্দিন ফকিরের মেয়ে পিয়া আক্তার (১৫) ও তারই ছেলে আকরাম হোসেন (১৮)। এছাড়া যশোরের কাজীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে হৃদয় (২৫) ও ঢাকার যাত্রাবাড়ী মো. ইদ্রিসের ছেলে সাকিব (২১)।

আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

জানা গেছে, যশোর থেকে বরিশালগামী প্রাইভেটকারের চালক রাস্তা ভুল করে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে প্রবেশ করেন। পরে চালক নিজের ভুল বুঝতে পেরে উল্টো পথে ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় ভাঙ্গা থেকে ঢাকাগামী পিকআপভ্যানের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হলে ওই আটজন গুরুতর আহন হন।

খবর পেয়ে মাদারীপুরের শিবচর হাইওয়ে থানা পুলিশ এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরবর্তীকালে আহত সবাইকেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড কর হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।