ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বাইকে নাইট কোচের ধাক্কা, প্রাণ গেল যুবকের  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
ঠাকুরগাঁওয়ে বাইকে নাইট কোচের ধাক্কা, প্রাণ গেল যুবকের
  প্রতীকী ছবি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নাইট কোচের ধাক্কায় আলা-আমীন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।



বৃহস্পতিবার (২২ জুন) রাত সাড়ে ৮টায় রাণীশংকৈল-পীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমীন উপজেলার আমজুয়ান গ্রামের বেলাল হোসেনের ছেলে।
আহতরা হলেন-একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মাজেদ আলী (৪০) ও তোফাজ্জল হোসেনের ছেলে বেলাল (৩৮)।  

পুলিশ সূত্রে জানা যায়, রাতে রাণীশংকৈলের পাটগাঁও এলাকায় রাণীশংকৈল থেকে ঢাকাগামী নাইট কোচ রাজ পরিবহন একই দিকে আসা একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আল-আমীনসহ মোটরসাইকেলের (বাইক) তিন আরোহী ছিটকে রাস্তায় পড়ে আহত হন। এ অবস্থায় পথচারীরা তাদের উদ্ধঅর করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় আল-আমীনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, রাজ পরিবহন নাইট কোচটি জব্দ করে পাশের পীরগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক।

বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।