ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নারী আইনজীবীর নির্যাতনের শিকার সেই রিকশাচালক পেলেন ইজিবাইক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
নারী আইনজীবীর নির্যাতনের শিকার সেই রিকশাচালক পেলেন ইজিবাইক

যশোর: যশোরে নারী আইনজীবীর হাতে নির্যাতনের শিকার সেই রিকশাচালক সাইফুল ইসলামকে একটি ইজিবাইক প্রদান করেছে ‘সাপোর্ট হিউম্যানিটি’ নামের ফেসবুক ভিত্তিক একটি সেবা প্রতিষ্ঠান।

রোববার (১৮ জুন) বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন শেষে রিকশাচালক সাইফুল ইসলামের হাতে ইজিবাইকের চাবি তুলে দেওয়া হয়।

 

এছাড়াও ভূক্তভোগী রিকশাচালককে সদর উপজেলার সাজিয়ালীর তার গ্রামের বাড়িতে বসতঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সংগঠনটি।  

এ সময় উপস্থিত ছিলেন- সাপোর্ট হিউম্যানিটি টিম প্রধান আরিয়ান খান, শেখ রায়হান হোসেন, সাব্বির হোসেন, মান্নাফ, ইস্রাফিল ও সাইফুল ইসলাম।  

জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগের জেলা সহসভাপতি রুহুল আমীন, যুবলীগ নেতা ইমতিয়াজ গনি খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
ইউজি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।