ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভ্যান চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
ভ্যান চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে ভ্যান চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হোসেন (২২) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুন) দিনগত রাত ১টার দিকে জীবননগর পৌর এলাকার গোপালনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হোসেন জীবননগর পৌর এলাকার গোপালনগর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, নিহত এনামুল পেশায় একজন ভানচালক। শুক্রবার দিনগত রাত ১২টা থেকে ১টার মধ্যে যেকোন সময় তার চার্জার ভ্যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন তার বাড়ির কোনো লোকজন বিষয়টি বুঝতে পারেননি। পরে রাত ১টার দিতে পরিবারের লোকজন এনামুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক এনামুলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ পরিবারের কাছে আছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা লিপিবদ্ধ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।