ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় সূচিত্রা রানী (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের শিবতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সূচিত্রা চাঁপাইনবাবগঞ্জ পৌসভার শিবতলা মালোপাড়া গ্রামের শুধাংশ সরকারের স্ত্রী।

দুর্ঘটনার পরে ঘাতক ট্রাকটি জব্দ ও ট্রাকচালকের সহযোগীকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। তারা জানান, ট্রাকটি চালকের সহযোগীই (হেলপার) চালাচ্ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, সোনামসজিদ স্থলবন্দর গামী একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সূচিত্রা রানী সরকারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।