ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশি পিস্তল-গুলি রাখায় দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
বিদেশি পিস্তল-গুলি রাখায় দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সাতটি আমেরিকার তৈরি পিস্তল, পাঁচটি ওয়ান সুটারগান, ৪০ রাউন্ড গুলি ও ১৩টি ম্যাগজিন রাখার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ জুন) বিকেলে জেলা ও দায়রা জজ মো. আদীব আলী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন ছাড়াও পৃথক আরেকটি ধারায় প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনার ইশ্বরদী উপজেলার আতাউল শিমুল গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে মো. আলামিন খন্দকার (২৯) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর হুদমাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মজিবুর রহমান ধুলা (৪৫)।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ০৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পাথর ভর্তি ট্রাকে করে অস্ত্রগুলো পাচার হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর গ্রামের মেসার্স রাকিব অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের সামনে থেকে ট্রাকসহ অস্ত্রগুলো জব্দ করা হয়। পরে র‍্যাবের উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী ভুইয়া শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

২০২০ সালের ১৫ জানুয়ারি উপ-পরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে আদালত সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন। আসামিরা একটি সাজা শেষের পর আরেকটি সাজা ভোগ করবেন।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।