ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লঞ্চে গাঁজা নিয়ে বরিশালে যাচ্ছিলেন মাদক কারবারি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুন ৯, ২০২৩
লঞ্চে গাঁজা নিয়ে বরিশালে যাচ্ছিলেন মাদক কারবারি 

চাঁদপুর: লঞ্চযোগে গাঁজা নিয়ে চাঁদপুর থেকে বরিশালে যাচ্ছিলেন মো. ফাহাদ (১৯) নামের এক মাদক কারবারি। তবে চাঁদপুর লঞ্চঘাট ছেড়ে যাওয়ার আগেই কোস্ট গার্ডের সদস্যদের হাতে ধরা পড়লেন তিনি।

তার কাছে থাকা একটি স্কুলব্যাগের ভেতর থেকে ৬ কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।  

 লঞ্চঘাটে দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

আটক মাদক কারবারির ফাহাদ  কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মুরাপাড়া গ্রামের বাসিন্দা।  

শুক্রবার (৯ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার আনুমানিক রাত দেড়টায় কোস্ট গার্ডের বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর লঞ্চ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চাঁদপুর থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালি-২ তল্লাশি করে একটি বড় স্কুল ব্যাগের ভেতরে রাখা ৩ টি প্যাকেট জব্দ করা হয়। এতে ৬ কেজি ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এই ব্যাগ বহনকারী এক মাদক কারবারিকে আটক করা হয়।  

তিনি আরও বলেন, জব্দ হওয়া গাঁজাসহ আটক মাদক কারবারিকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।