ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুন ৫, ২০২৩
চাঁদপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চাঁদপুর: চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডে গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে জামাল খান (৬৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে একটি বাড়িতে থাকা জয়তুন গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

জামাল খান চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের তরপুরচন্ডী গ্রামের খান বাড়ির মৃত হাফিজ খানের ছেলে। তিনি পেশায় গাছ কাটার শ্রমিক।

গাছ কাটার সঙ্গে থাকা আরেক শ্রমিক আল আমিন বলেন, আমরা তিনজন সকালে ওই বাড়িতে গাছ কাটতে আসি। জামাল খান গাছের ডাল কাটতে উঠলে হঠাৎ করে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।  পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। পরে আমরা মরদেহ বাড়িতে নিয়ে আসি।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুশান্ত কুমার বিশ্বাস বলেন, ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় আনা হয়। চিকিৎসা দেওয়া হলে কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, এই ঘটনার বিষয়ে কেউ আমাদেরকে জানায়নি। অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ০৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।