ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল পথচারীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মে ৩১, ২০২৩
সাভারে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল পথচারীর

সাভার (ঢাকা): সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক পারাপার হতে গিয়ে অজ্ঞাত পরিবহনের চাপায় মো. মন্টু (৪০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা গার্মেন্টস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মন্টু বগুড়া জেলার দুপতাতিয়া রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি সাভার পৌরসভা এলাকার বাসিন্দা।  

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বাংলানিউজকে বলেন, সকালে সড়ক পারাপার হতে গিয়ে অজ্ঞাত একটি গাড়ির চাপায়া তার মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন। এছাড়া অজ্ঞাত সেই গাড়িটিকে সনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ৩১ মে, ২০২৩
এসএফ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।