ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মে ৩০, ২০২৩
সৈয়দপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত

নীলফামারী: নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শ্রমিক গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৯ মে) দিনগত রাতে সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে আয়োজন করা হয় বিশাল গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।


 
উক্ত সংবর্ধনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য, সাবেক সংস্কৃতি মন্ত্রী ও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নুর।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম এমপি।  

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।