ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বনানীতে ট্রান্সফরমারে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ২৪, ২০২৩
বনানীতে ট্রান্সফরমারে আগুন

ঢাকা: রাজধানীর বনানী ২৭ নম্বর রোডে একটি বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট কাজ করে আগুন নেভায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২৩ মে) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বনানী ২৭ নম্বর রোড জে ব্লক কবরস্থানের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড ঘটে। দুপুর ১টা ৩ মিনিটের দিকে আগুনের সংবাদ পাওয়া যায়। সেখানে ফায়ার সার্ভিস থেকে দুইটা ইউনিট কাজ করে ১টা ৩৫ মিনিটে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।