ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তুরাগের বাসায় মিলল গৃহবধূর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মে ১৮, ২০২৩
তুরাগের বাসায় মিলল গৃহবধূর মরদেহ

ঢাকা: রাজধানীর তুরাগ এলাকায় একটি ভাড়া বাসা থেকে মজিদা খাতুন (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত মজিদা খাতুন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মৃত মইজ উদ্দিনের সন্তান।

দুই বছর আগে কামরুল ইসলাম নামে এক রিকশাচালকের সঙ্গে তার বিয়ে হয়। পারিবারিক ঝগড়ার কারণে গৃহবধূ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বামীর।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) উপমা কুন্ডু এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ (১৮ মে) সকালে সংবাদের প্রেক্ষিতে তুরাগের পাকুড়িয়া হাজী মো. সুলতান মোল্লার বাড়ির ভাড়াটিয়া রিকশাচালক কামরুল ইসলামের বাসা থেকেই মজিদা খাতুন নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মরদেহটি শায়িত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার স্বামীর দাবি, তার স্ত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে তার মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে তারাই নামিয়ে রাখেন।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক ঝগড়ার কারণে মজিদা খাতুন আত্মহত্যা করেছেন। তবে বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।