ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মে ১৭, ২০২৩
নড়াইলে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
 

নড়াইল: নড়াইলের নয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

নোংরা পরিবেশ, নিষিদ্ধ কসমেটিক্স বিক্রি, খাবার পরিবেশনে খবরের কাগজ ব্যবহার, আমদানিকারকের সিল না থাকায় এসব প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।


 
বুধবার (১৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল সদরের শিল্পকলা চৌরাস্তা মোড়, পুরাতন বাস টার্মিনাল ও রুপগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক এ জরিমানা করেন।  

সদর থানার পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
  
অভিযান সূত্রে জানা যায়, মেসার্স আর অ্যান্ড গিফট কর্নারকে এক হাজার টাকা, মেসার্স লামিম স্টোরকে ৫০০ টাকা, মেসার্স কেয়া কসমেটিক্সকে দুই হাজার, মেসার্স সততা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে এক হাজার, মেসার্স নিপম স্টোরকে পাঁচ হাজার, মেসার্স উপহার স্টোরকে দুই হাজার, মেসার্স রিপন স্টোরকে দুই হাজার ও মেসার্স অর্ণব গিফট কর্নারকে এক হাজার টাকা জরিমানা করে সঙ্গে সঙ্গে আদায় করা হয।
  
সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৩৭, ৪১ ও ৪৩ ধারায় এ জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলবে।
 
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।