ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মে ১৭, ২০২৩
রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার র‌্যাবের প্রেস ব্রিফিং

বরিশাল: বরিশালে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক সাকিব (২২) ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বদনিকাঠি এলাকার নুরু মিয়ার ছেলে।

বুধবার (১৭ মে) বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তরের মিডিয়া রুমে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহামুদুল হাসান।

এরআগে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার তেজগাও এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে আটক করে।

মামলার বরাত দিয়ে তিনি জানান, গত ৫ মে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই কিশোরী ঝালকাঠির রাজাপুরের তার খালা বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলো। রাজাপুর বাইপাস মোড় এলাকার অতিক্রমকালে কিশোরীকে তুলে নিয়ে মুখে গামছা বেঁধে একটি বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে নিয়ে ধর্ষণ করে কিশোরীকে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে কিশোরীকে অসুস্থ অবস্থায় বাড়িতে গিয়ে তার বাবা মাকে বিষয়টি জানায়। এ ঘটনায় ৬ মে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় সাকিবকে প্রধান আসামি করে একটি মামলা করে কিশোরীর বাবা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।