ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে স্বাভাবিক নিয়মে চলছে লঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, মে ১৫, ২০২৩
বরিশালে স্বাভাবিক নিয়মে চলছে লঞ্চ

বরিশাল: অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ার দুদিন পর বরিশালের আভ্যন্তরীণ ও দুরপাল্লার রুটে স্বাভাবিক নিয়মে লঞ্চ চলাচল করছে।

আবহাওয়া অনুকুলে থাকায় বিআইডব্লিউটিএ-এর নির্দেশনা অনুযায়ী সোমবার (১৫ মে) সকাল সোয় ৯টা থেকে অভ্যন্তরীণ ১১টি রুটে লঞ্চ চলাচল করে।

এছাড়া দূরপাল্লা অর্থাৎ বরিশাল-ঢাকার উদ্দেশ্যে রাতে ৩ টি লঞ্চ যাত্রী
নিয়ে ছেড়ে যাবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ-এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ বরিশালের পরিদর্শক মো. কবির হোসেন।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে ১৩ মে সকাল থেকে সারাদেশের সঙ্গে বরিশাল নদী বন্দর থেকেও সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।