ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মুগদায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মে ১২, ২০২৩
মুগদায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের

ঢাকা: রাজধানীর মুগদার মান্ডা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাওন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেনীতে পড়তো।

শুক্রবার (১২মে) বেলা ৩টার দিকে মান্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমুর্ষ অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৪টার দিকে শাওনকে মৃত ঘোষণা করেন।

শাওনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সজিব হোসেন জানান, তারা তিন জন একটি মোটরসাকেলে ঘুরতে বের হন। মান্ডা এলাকা দিয়ে যাওয়ার সময় দেখতে পাওয়া যায় রাস্তায় মোটরসাইকেল ও একটি রিকশা পড়ে আছে। সঙ্গে কয়েকজন আহত অবস্থায় পড়ে রয়েছে। পরে আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সজিব আরও জানান, শাওন মোটরসাকেলচালক ছিলেন। আহত অন্য তিন জন আহত রিকশার যাত্রী। মোটরসাইকেল ও রিকশারর সংঘর্ষ হয়েছিল।  

হাসপাতালে মৃত শাওনের বাবা মো. নিজাম উদ্দিন জানান, তাদের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলায়। বর্তমানে মুগদা মানিকনগর এলাকায় ভাড়ায় থাকেন। শাওন মানিকনগর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়তো। দুই ভাইয়ের মধ্যে শাওন ছিল বড়।

নিজাম উদ্দিন বলেন, আমাদের কোনো মোটরসাইকেল নাই। অন্য একজনের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল শাওন। পরে লোক মারফত শুনতে পারি শাওন মোটরসাইকেল এক্সিডেন্ট করেছে।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান,
রিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র মৃত্যুর ঘটনাযটি যাত্রাবাড়ী থানার আওতায় পড়েছে। বিষয়টির সংবাদ আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাটি মান্ডার পাশে বার্মিক নামক স্থানে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মে ১২, ২০২৩
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।