ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষা দিল সুমাইয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মে ১০, ২০২৩
বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষা দিল সুমাইয়া

চাঁদপুর: বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে চাঁদপুর সদর উপজেলার এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার।

মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি দিচ্ছে সুমাইয়া।

ওই বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী সে।  

আজ বুধবার সকাল ১০টায় ছিল সুমাইয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা। তার আগেই ভোর ৬টার দিকে সুমাইয়ার বাবা মিজান গাজী (৪৫) নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।  

বাবার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সুমাইয়ার পরিবারে। সেই শোক বুকে বয়ে নিয়েই সুমাইয়া পরীক্ষায় অংশ নিতে চলে যায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে।  

দুপুরে পরীক্ষার্থী সুমাইয়ার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।  

তিনি বলেন, সুমাইয়ার পরিবারের লোকজন জানিয়েছে রাতেই মিজান গাজী অসুস্থ হয়ে পড়েন। ভোর ৬টার দিকে তিনি মারা যান। বাদ আছর নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন হবে। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

জানা গেছে, মিজান গাজী মৈশাদী ইউনিয়নের গাজী বাড়ীর মৃত হাছান গাজীর ছেলে। তিনি পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে। ভাই-বোনদের মধ্যে সবার ছোট সুমাইয়া।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ১০, ২০২৩
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।