ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় স্পিডব্রেকারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, মে ১০, ২০২৩
শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় স্পিডব্রেকারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে স্কুল শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত রিকশা-ভ্যানচাপায় সানাউল্লাহ নামে এক শিশু শিক্ষার্থী (৫) নিহত হওয়ার ঘটনার পুরনাবৃত্তি রোধে স্পিডব্রেকার নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৯ মে) দুপুরে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে উপজেলার মেরিরহাট বাজার এলাকায় এ মানববন্ধন করেন তারা।

এসময় বক্তব্য দেন, হোসেনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবলু, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল, মেরিরহাট ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ জাহিদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর মোনোয়ারুল ইসলাম, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক জামশেদ, দ্য হলি কোরআন স্কুলের পরিচালক, মাসুদ মিয়া প্রমুখ।
 
বক্তারা বলেন, এটিই প্রথম নয়, এর আগেও দুজন এভাবে প্রাণ হারিয়েছেন। হৃদয় বিদারক এমন ঘটনার পুরনাবৃত্তি রোধে দ্রুত ব্যস্ততম মেরিরহাট বাজারের দু পাশে দুটি স্পিডব্রেকার নির্মাণের দাবি জানানো হচ্ছে।

এর আগে সোমবার (৮ মে) দুপুরে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে উপজেলার মেরিরহাট বাজার এলাকায় নিহত হয় শিশু সানাউল্লাহ।

সানাউল্লাহ উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের মাওলানা বেলায়েত হোসেনের ছেলে।  

শিশুটি মেরিরহাট দা হলি কোরআন একাডমির প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।