ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে হজ প্রশিক্ষণ নিচ্ছেন দেড় হাজার ব্যক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মে ৯, ২০২৩
নাটোরে হজ প্রশিক্ষণ নিচ্ছেন দেড় হাজার ব্যক্তি

নাটোর: নাটোরে তিন দিনব্যাপী হজ প্রশিক্ষণ শুরু হয়েছে। এবার জেলা থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ্জ গমনে নিবন্ধিত প্রায় দেড় হাজার ব্যক্তি এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

মঙ্গলবার (০৯ মে) সকাল ১০টায় স্থানীয় অনিমা চৌধুরী মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে।

নাটোর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণে হজের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত করা হয়েছে। প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে হজ গমণেচ্ছু ব্যক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ পালনে সক্ষম হবেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।